মুভি দেখার কথা ভাবলে প্রথমেই নেটফ্লিক্সে লগইন করে দেখার কথা মাথায় আসে। আর নেটফ্লিক্স মান বজায় রেখে সুন্দর এবং অর্থবহুল মুভি বানাতে পুরোপুরি সক্ষম এক্ষেত্রে। বলতে গেলে পুরো বিশ্বের সব দেশই নেটফ্লিক্সে মুভি দেখে। তিনটি ইংরেজভাষী দেশ নেটফ্লিক্স ব্যবহারকারীদের বৃহত্তম অংশ শীর্ষ পাঁচ র্যাংকিংয়ে স্থান করে নিয়েছে। ডাটা প্ল্যাটফর্ম অ্যালেক্সা দ্বারা প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, নেটফ্লিক্সের নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, দর্শকদের সবচেয়ে বড় অংশ প্রদান করে। এর মানে এই নয় যে এই সব ভিজিটররাও নেটফ্লিক্স ব্যবহারের জন্য লগ ইন করে, কিন্তু এটি একটি পরিষ্কার সূচক যেখান থেকে বেশীরভাগ ব্যবহারকারী আসে। নিচে কোন দেশে নেটফ্লিক্সের ব্যবহার কেমন তা তুলে ধরা হলোঃ
This is a Bangla Article. Here, everything is written about “the most viewers of Netflix” .
All links are hyperlinked
Featured image is taken from Google