কোভিড-১৯ মহামারীর কারনে নগদ লেনদেন কম হয়েছে। এর ফলে স্মার্টফোন মোবাইল পেমেন্ট এ বছর বৃদ্ধি পেয়েছে। দ্যা স্ট্যাটিস্ট এ ডিজিটাল মার্কেট আউটলুক ভবিষ্যদ্বাণী করেছে যে আগামী বছরগুলোতে স্মার্টফোন মোবাইল পেমেন্টের মূল্য ক্রমাগত বাড়তে থাকবে, যেখানে ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ২৮ শতাংশ প্রবৃদ্ধির ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
All references link are hyperlinked. This article is how much increase the mobile payment
Featured image taken from the google