সিংহাসনে আরোহণের পর থেকেই একের পর এক উন্নয়ন কার্যক্রম হাতে নিতে থাকেন তিনি। তার হাত ধরে ব্রুনাই আয়তনে ছোট হয়েও বিশ্ব রাজনীতিতে ভালোভাবেই জায়গা করে নেয়।
সুলতান বলকিয়াহ ১৯৪৬ সালের ১৫ জুলাই ব্রুনাই টাউনে পেনগিরান মুদা (যুবরাজ) হাসসান আল-বলকিয়াহ হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরপর ১৯৬৭ সালে পাড়ি জমান ব্রিটেনে। সেখানে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে তিনি উচ্চশিক্ষা অর্জন করেন।
তিনি তার পিতার সিংহাসন ত্যাগের পর ৫ অক্টোবর ১৯৬৭ সালে ব্রুনাই দারুস সালামের সিংহাসনে আরোহণ করেন। ১৯৬৮ সালের এক আগস্টে তার অভিষেক উপলক্ষে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এবং তিনি ব্রুনাইয়ের ইয়াং ডি-পেরটুয়ান (রাষ্ট্রপ্রধান) হন। পিতার মতো তিনিও যুক্তরাজ্যের রাণি দ্বিতীয় এলিজাবেথের নিকট থেকে নাইট উপধি পান, উল্লেখ্য ব্রুনাই ১৯৮৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। সে জন্য ১৯৮৪ সালের পরই ব্রুনাই সুলতানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা আসে।
ব্রুনাই সুলতানের যতো খ্যাপাটে অভ্যাস
রাষ্ট্র পরিচালনায় তার কোনো ভুল নেই এবং এর জন্য তিনি কখনো অনুতপ্ত হবেন না। ভুল স্বীকারের তো প্রশ্নই আসে না। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা জনগণ এবং দেশের জন্য কল্যাণকর করলে বিবেচিত হবে। যদিও সেটা ক্ষতিকর হয়েও থাকে।
গাড়ির নেশা
গাড়িটি বিশেষভাবে বানিয়ে এনেছেন সুলতান হাসান আল বলকিয়াহ। এটি একটি রোলস রয়েস সিলভার স্পার স্ট্রেচ লিমুজিন। গোটা গাড়িটি মুড়ে রয়েছে ২৪ ক্যারেটের সোনা। এর দাম ১১৬ কোটি টাকারও বেশি। গাড়ির সামনে-পিছে বা ছাদে কিংবা চাকায় বিশেষ নকশা করা হয়েছে স্বর্ণ দিয়ে। এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশও বানানো হয়েছে সোনা দিয়ে।
সর্বময় ক্ষমতার অধিকারী
অক্সফোর্ডের ডিগ্রী ফিরিয়ে দেওয়া
কিন্তু মজার ব্যাপার হল, এই ভবনটি পৃথিবীর সবচেয়ে বড় আবাসিক ভবন। এই ভবনে মোট ১৭২৮টি এটি কক্ষ রয়েছে। শুধুমাত্র গোসলখানা রয়েছে ২৫৭টি। রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের কয়েক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই প্রাসাদের অবস্থান।
রাজকীয় আতিথেয়তা ও রাজ্যের উৎসবের কেন্দ্রবিন্দু এই প্রাসাদ। প্রাসাদের মেঝের আয়তনের ভিত্তিতে এই প্রাসাদকে বিশ্বের সর্ববৃহৎ বসবাসযোগ্য প্রাসাদ হিসেবে গণ্য হয়। ৫টি সুইমিং পুল সম্বলিত প্রাসাদের মেঝের আয়তন দুই লক্ষ বর্গমিটার বা ২,১৫২,৭৮২ বর্গফুট। এর মাঝে ভোজনসভার কক্ষটিতে একই সাথে পাঁচ হাজারেরও বেশি অতিথি আপ্যায়ন সম্ভব। প্রাসাদের মসজিদে প্রায় দেড় হাজার মানুষের একসাথে নামাজের ব্যবস্থা রয়েছে।
আমি চাই এদেশে ইসলামের শিক্ষা আরো শক্তিশালী হোক, রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে দেয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন তিনি৷ আমি জোর দিয়ে বলতে চাই যে ব্রুনাই দেশটি সবসময় আল্লাহর ইবাদতে নিজেদের উৎসর্গ করেছে এবং ভবিষ্যতেও করবে।
২০১৪ সালে ব্রুনাইতে শরিয়া পেনাল কোড চালু করলেও তা সীমাবদ্ধ ছিল জরিমানা কিংবা জেলের বিধান প্রয়োগের মাধ্যমে৷ ব্যভিচার বা শুক্রবারের জুম্মার নামাজে অংশ না নেয়ার জন্য জরিমানা ও জেলের বিধান চালু করা হয়৷
এ বিষয়ে ডয়চে ভেলেকে অস্ট্রেলিয়ার মানবাধিকার সংগঠন ‘দ্য ব্রুনাই প্রজেক্ট’-এর কর্মী ম্যাথু উল্ফে বলেন-
ব্রুনাইতে সমকামের শাস্তি ব্রিটিশ ঔপনেশিবেশিক আমল থেকে৷ সেখানে সমকামের শাস্তি ১০ বছরের জেল৷ তবে আমার জানা মতে, এই আইন কখনো প্রয়োগ করা হয়নি৷
তেলসমৃদ্ধ ব্রুনাইতে ৪ লাখ ৩০ হাজার মানুষের বাস৷ এদের সিংহভাগই মুসলিম জনগোষ্ঠী৷ নতুন পেনাল কোডে এমন আইনও আছে, যা মুসলিম ও মুসলিম নন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য৷
বিবাহ বিতর্ক
সুলতান এবং রাজা ইস্তেরি পেনগিরান আনাক সালেহার বড় ছেলে হিসাবে প্রিন্স আল মুহতাদি বিল্লাহ বর্তমান পেনগিরান মুদা মাহকতা (যুবরাজ)। ২০১২ সালের হিসাবে, হাসসান আল-বলকিয়াহের তিন স্ত্রীর পাঁচ ছেলে এবং সাত মেয়ে আছেন।
This is a Bengali article. This is a biography of sultan Hassan Aaliyah.
All the references are hyperlinked inside the article.
Featured Image: Getty Image